মহাকাশে ১৫০ বছর ধরে চলছে তারা-বাজির খেলা

দক্ষিণ সমুদ্রের নাবিকেরা এই উজ্জ্বল তারাটির দিকে খেয়াল রেখে জলপথে চলাফেরা করেছেন।

Updated By: Jan 3, 2021, 03:34 PM IST
মহাকাশে ১৫০ বছর ধরে চলছে তারা-বাজির খেলা

নিজস্ব প্রতিবেদন: আকাশে বাজি পুড়তে তো অনেকেই দেখেছেন। তবে তা মাটি থেকে উঠে গিয়ে আকাশে আলোর রামধনু ছড়ায়। 

কিন্তু মাটির উৎসহীন মহাকাশে বাজির আলো? না, নিশ্চয়ই তা কেউ দেখেনি। 

তবে হতাশার কিছু নেই। নতুন বছরে এসে গিয়েছে সেই বিরল দিন, যখন আপনি মহাকাশের ভোজবাজির আলোয় রাঙানো একটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন।

'নাসা' (NASA)৭,৫০০ আলোকবর্ষ (7,500 light-years) দূরের এক অতিবৃহৎ তারার (super-massive star) ছবি শেয়ার করে জানিয়েছে, 'এটা কারিনা' (Eta Carinae) নামের এই তারাটি প্রায় ১৫০ বছর ধরে মহাকাশে আতসবাজির সুষমা ছড়িয়ে চলেছে।

'নাসা'র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (official Instagram account) ছবিটি শেয়ার করা হয়েছে।    সেখানে ছবির সঙ্গে লেখা হয়েছে-- বিদায় ২০২০। স্বাগত ২০২১। আপনি কি কখনও দেড়শো বছর ধরে চলা ধীরগতির কোনও বাজি পোড়ার (a slow-motion firework show that lasted… well over 150 YEARS)সাক্ষী থেকেছেন? না হলে, 'এটা কারিনা'কে (Eta Carinae) 'মিট' করুন।

ক্যাপশনে আরও লেখা হয়েছে, ১৮৪০ সালে মহাকাশে একটা বিপুল বিস্ফোরণ (Great Eruption) ঘটেছিল। তারাটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে, অনেক সময়েই দক্ষিণ সমুদ্রের নাবিকেরা তাঁদের সমুদ্রভ্রমণ-পর্বে তারাটিকে নজর করেছেন।

Also Read: মহাকাশে এবার 'পরিবেশবান্ধব' কাঠের উপগ্রহ পাঠাতে চলেছে জাপান

.