প্রাণ খুঁজতে যান
মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে জানতে নতুন রোভার পাঠাচ্ছে নাসা। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ফাইভ নামের একটি রকেটের মাধ্যমে রোভারটিকে মঙ্গলের উদ্দেশে রওনা করানো হয়েছে।
মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে জানতে নতুন রোভার পাঠাচ্ছে নাসা। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ফাইভ নামের একটি রকেটের মাধ্যমে রোভারটিকে মঙ্গলের উদ্দেশে রওনা করানো হয়েছে। নতুন রোভারের নাম কিওরিয়োসিটি।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে রকেট উতক্ষেপণ করা হয়। পরমাণু শক্তি চালিত রোভারটি আয়তনে একটি গাড়ির সমান। দুহাজার চার সালে মঙ্গলে স্পিরিট ও অপারচুনিটি নামে দুটি রোভার পাঠিয়েছিল নাসা। কিন্তু এই প্রথম তারা পরমাণু শক্তি চালিত রোভার পাঠাচ্ছে। মঙ্গলের মাটিতে জলের শুষ্ক ধারার মতো দাগ মেলার পর বিজ্ঞানীরা আরও আশাবাদী।
মঙ্গলে অবতরণের পর কিওরিয়োসিটির সাহায্যে জৈব উপদান সংগ্রহ করা হবে। কিওরিয়োসিটির দুটি যান্ত্রিক বাহু রয়েছে, যা তাকে মাটি খুঁড়তে সাহায্য করবে। রোভারের মধ্যেই রয়েছে রসায়নাগার। সেখানে স্বয়ংক্রিয় ভাবে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলবে।