পাক-আফগান সীমান্তে মোতায়েন মার্কিন সেনা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান সংলগ্ন আফগান সীমান্তে বড় আকারে সেনা জমায়েত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাক সংবাদমাধ্যমের দাবি, সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে মার্কিন কামান ও হেলিকপ্টার গানশিপ।

Updated By: Oct 17, 2011, 05:17 PM IST

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান সংলগ্ন আফগান সীমান্তে বড় আকারে সেনা জমায়েত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাক সংবাদমাধ্যমের দাবি, সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে মার্কিন কামান ও হেলিকপ্টার-গানশিপ। নিয়মিত টহল দিচ্ছে ন্যাটোর যুদ্ধবিমান। মার্কিন সেনা ইতিমধ্যেই সীমান্ত সিল করে দেওয়ায় পাকিস্তান থেকে আফগানিস্তানের খোস্তে সড়কপথে যাতায়াত বন্ধ। প্রায় সাতশো ট্রাক এলাকায় আটকে পড়েছে। খোস্তে ইতিমধ্যে ঘরে ঘরে তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন সেনা। উত্তর ওয়াজিরিস্তান পাক-তালিবান জঙ্গিদের, বিশেষত কুখ্যাত হক্কানির গোষ্ঠীর মূল ঘাঁটি। সম্প্রতি এলাকায় মার্কিন ড্রোন হানায় কয়েকজন শীর্ষ স্তরের হক্কানি জঙ্গিনেতার মৃত্যু হয়েছে। এব্যাপারে সরকারিভাবে আমেরিকা কিছু না বললেও মার্কিন সংবাদমাধ্যমে খবর, হক্কানি গোষ্ঠীর মোকাবিলায় আরও কঠোর নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

.