Indonesia এবং East Timor-য়ে বন্যা-ভূমিধসের জেরে মৃত্যু ৯০, নিখোঁজ ১২

দেশের রাষ্ট্রপতি দুর্গত দেশবাসীর জন্য সমবেদনা জানিয়েছেন।

Updated By: Apr 5, 2021, 05:01 PM IST
Indonesia এবং East Timor-য়ে বন্যা-ভূমিধসের জেরে মৃত্যু ৯০, নিখোঁজ ১২

নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ায় ঘটে গেল বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়। হল বন্যা ও ভূমিধস। জঙ্গল কেটে সাফ করে দেওয়ার ফলেই এমনটা ঘটেছে বলে মত পরিবেশবিদদের। ঘটনার জেরে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ।

Indonesia এবং East Timor অঞ্চলে এই বিপর্যয় ঘটেছে। তবে অসংখ্য মানুষকে তাঁদের নির্দিষ্ট বাসস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মিশরের রাস্তায় শোভাযাত্রায় সামিল হাজার বছর আগের রাজারানিরা

উদ্ধারকারী দল পুরোদমে কাজে নেমে পড়েছে। Indonesian President Joko Widodo এই বিপর্যয়ের শিকার দেশবাসীর জন্য় গভীর সমবেদনা জানিয়েছেন।

বিপুল বৃষ্টিপাত (raining) এবং তার জেরে ঘটা বন্যা (flood) ও ভূমিধসের (landslide) জেরে কাদার স্তরের নীচে চলে গিয়েছে কোনও কোনও এলাকা। উৎপাটিত হয়েছে গাছ। এখনও ঝড় হচ্ছে। ফলে জনবিচ্ছিন্ন হয়ে যাঁরা দুর্গম স্থানে রয়ে গিয়েছেন তাঁদের উদ্ধার করতেও সমস্যা হচ্ছে। ইন্দোনেশিয়ায় ৬৬ জন মারা গিয়েছেন। টিমরে মারা গিয়েছে ২১ জন। 

আরও পড়ুন: মায়ানমারে মৃত্যু ৫৫০ পেরোল, এর মধ্যে শিশুই ৪৬

.