১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা নেপালে, প্রানের খোঁজ চলছে ধ্বংসস্তূপে

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়াতে পারে। আশঙ্কা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার। নেপালে উদ্ধারের কাজে আরও সাফল্য পেল ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ধ্বংস্তূপের নিচ থেকে এগারো জনকে জীবন্ত উদ্ধার করেছেন ভারতীয় উদ্ধারকারীরা।  

Updated By: Apr 29, 2015, 01:37 PM IST
১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা নেপালে, প্রানের খোঁজ চলছে ধ্বংসস্তূপে

ওয়েব ডেস্ক: নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়াতে পারে। আশঙ্কা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার। নেপালে উদ্ধারের কাজে আরও সাফল্য পেল ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ধ্বংস্তূপের নিচ থেকে ১১ জনকে জীবন্ত উদ্ধার করেছেন ভারতীয় উদ্ধারকারীরা।  

ভুমিকম্পে বিধ্বস্ত নেপাল। প্রতিবেশি দেশের ভয়ঙ্কর দুর্যোগে সাহায্যের হাত বাড়াতে দেরি করেনি নয়াদিল্লি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা পৌছে গিয়েছেন পাহাড়ের দেশে বিপর্যয়ের মুখে পড়া মানুষের পাশে দাঁড়াতে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সেই ধ্বংসপুরীতে হঠাৎ খুঁজে পাওয়া প্রাণের স্পন্দন উদ্ধারকারীদের উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছে।

ত্রাণ ও উদ্ধারে ভারত সহ অন্যান্য দেশ যথাসাধ্য সাহায্য করছে বলে মঙ্গলবার জানান নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। নেপাল সরকার যুদ্ধকালীন তত্‍পরতায় সব মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
 
নেপালে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় ৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় অনেকেই রাস্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। আফটারশকের আশঙ্কায়ও অনেকে ঘরছাড়া। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাঠেঘাটে দিন গুজরান করছে সেইসব পরিবার। তাদের চিকিত্‍সা ও পুনর্বাসন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেপালের কাছে।

.