বিসর্জন বিতর্কে ওপার বাংলাও, প্রতিমা নিরঞ্জনের সময় বাঁধল হাসিনা সরকার

Updated By: Sep 23, 2017, 12:26 PM IST
বিসর্জন বিতর্কে ওপার বাংলাও, প্রতিমা নিরঞ্জনের সময় বাঁধল হাসিনা সরকার

নিজস্ব প্রতিবেদন: প্রতিমা নিরঞ্জন করতে হবে দশমীর দিনেই, ফতোয়া জারি করল বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গত বারের তুলনায় আরও এক ঘণ্টা কম সময় প্রতিমা বিসর্জনের জন্য ধার্য করে সে দেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী আসাদ্দুজামান খান কমল জানিয়েছেন, দশমীর দিন রাত ৮টার মধ্যেই সব প্রতিমা নিরঞ্জন করতে হবে। একই সঙ্গে মণ্ডপ চত্বরে কোনও রকম মেলার আয়োজনও কোনও পূজা কমিটি করতে পারবে না, এমনই ফতোয়া জারি করল বাংলাদেশ স্বরাষ্ট্র দফতর। সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার- রেডিও ধার্মিক মীরের কাছে মহীষাসুরমর্দিনী আজও গাইডবুক    

মন্ত্রী আসাদ্দুজামান খানের সাংবাদিকদের বলেন, "হিন্দু সংঠনের নেতা এবং শিয়া কমিউনিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতেই ৩০ সেপ্টেম্বর, শনিবার দশমীর দিন ৮টার মধ্যেই প্রতিমা নিরঞ্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর। বিডিনিউজ সূত্র অনুযায়ী, হাসিনার দেশে এবার সর্বমোট ৩০,০৭৭টি দুর্গা পুজো হবে, যা গতবারের তুলনায় ৭৭৭টি বেশি। সরকারের এই সিদ্ধান্ত মানতে হবে এই সবকটি পুজো উদ্যোক্তাদেরই। কানাডা থেকে ২৪ ঘণ্টাকে সাক্ষাৎকার দিলেন 'মা দুর্গা' - দেবীরূপের মাহাত্ম্যটা স্মরণে রেখে যেন কাজ করেন আজকের দুর্গারা

২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, এই পাঁচ দিন শারদোৎসবে সামিল হবে বিশ্বের সব প্রান্তের মানুষ। আবার ১ অক্টোবরেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের মহরম পরব। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের ৩০ শতাংশ মুসলমানদের কথা ভেবে একাদশীতে পুরোপুরি প্রতিমা নিরঞ্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি দশমীর দিনও রাত ১০ টা পর্যন্তই বিসর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। 

.