Pak PMs: কোনও পাক প্রধানমন্ত্রীই মেয়াদ পূর্ণ করতে পারেননি, এবার কি ইমরানের পালা!

পাকিস্তানে এখনও পর্যন্ত ১৮ প্রধানমন্ত্রী গদিতে বসেছেন। এদের মধ্য়ে ছিলেন কেয়ারটেকার প্রধানমন্ত্রীও

Updated By: Mar 30, 2022, 09:37 PM IST
Pak PMs: কোনও পাক প্রধানমন্ত্রীই মেয়াদ পূর্ণ করতে পারেননি, এবার কি ইমরানের পালা!

নিজস্ব প্রতিবেদন: দেশের ৭৪ বছরের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীই তাঁদের কার্যকালের মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। হয় তাদের বরখাস্ত করা হয়েছে নয়তো ইস্তফা দিয়েছেন।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে বিরোধীরা। একের পর এক ইমরান খানের সঙ্গ ছাড়াছেন তাঁর জোট সঙ্গীরা। পাক রাজনীতিতে যে টানাপোড়েন শুরু হয়েছে তাতে ইমরান খানও কি ওইসব প্রধানমন্ত্রীদের তালিকায় সামিল হতে চলেছেন। এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইমরান খানের আগে বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, সওকত আজিজরা গদি হারিয়েছেন। পাকিস্তানে এখনও পর্যন্ত ১৮ প্রধানমন্ত্রী গদিতে বসেছেন। এদের মধ্য়ে ছিলেন কেয়ারটেকার প্রধানমন্ত্রীও। কিন্তু কেউ ৫ বছর টেকেননি। কাউকে সরতে হয়েছে সেনার চাপে, কেউ সরেছেন আদালতের নির্দেশে। কাউকে সরতে হয়েছে আস্থা ভোটে হেরে। ইমরান খান হারলে তিনি বেনজির ভুট্টো, সওকত আজিজের দলে অন্তর্ভূক্ত হবেন।

দেখে নিন সেইসব পাক প্রধানমন্ত্রীর তালিকা যারা মেয়াদ শেষ করতে পারেননি

লিয়াকত আলি খান-খুন হন (১৯৪৭ এর ১৫ অগাস্ট-১৬ অক্টোবর ১৯৫১)
খাজা নাজিমুদ্দিন-সরকার পড়ে যায়
চৌধুরি মুহাম্মদ আলি-ইস্তফা দেন
হুসেন সাহিদ সুরাওয়ার্দি-ইস্তফা দেন
ইব্রাহিম ইসমাইল-ইস্তফা দেন
ফিরোজ খান নুন-সরকার পড়ে যায়। দেশে জারি হয়ে সেনা শাসন
আয়ুব খান
নুরুল আমিন-ইস্তফা দেন
জুলফিকার আলি ভুট্টো-সেনা অভ্যুত্থানে অপসারিত
মুহাম্মদ খান জুনেজু-অপসারন করেন রাষ্ট্রপতি জিয়া উল হক

আরও পড়ুন-Mumbai Terror Attack: কাসভ পাকিস্তানেই নাগরিক, মুম্বই হামলার ১৪ বছর পর স্বীকার পাক মন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.