উত্তর আমেরিকা জমে বরফ, এদিকে দাবদাহে পুড়ছে দক্ষিণ আমেরিকা

উত্তর আমেরিকা শীতে কাঁপলেও দক্ষিণ আমেরিকায় এখন গরম। আর ব্রাজিলে তো চলছে রীতিমত তাপপ্রবাহ। তীব্র দাবদাহে কাহিল রাজধানী রিও-র চিড়িয়াখানার বাসিন্দারা। তাদের গরমের হাত থেকে একটু রেহাই দিতে নানা রকমের বরফে জমানো খাবারের বন্দোবস্ত করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নতুন ঠাণ্ডা খাবার পেয়ে বেজায় খুশি রিও-জু`র বাসিন্দারা। যখন মার্কিন মুলুক কাঁপছে প্রবল ঠাণ্ডায়।

Updated By: Jan 11, 2014, 02:45 PM IST

উত্তর আমেরিকা শীতে কাঁপলেও দক্ষিণ আমেরিকায় এখন গরম। আর ব্রাজিলে তো চলছে রীতিমত তাপপ্রবাহ। তীব্র দাবদাহে কাহিল রাজধানী রিও-র চিড়িয়াখানার বাসিন্দারা। তাদের গরমের হাত থেকে একটু রেহাই দিতে নানা রকমের বরফে জমানো খাবারের বন্দোবস্ত করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নতুন ঠাণ্ডা খাবার পেয়ে বেজায় খুশি রিও-জু`র বাসিন্দারা। যখন মার্কিন মুলুক কাঁপছে প্রবল ঠাণ্ডায়।

তখনই তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল। তাপমাত্রা পৌছে গেছে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। গরমের হাত থেকে বাঁচতে রিও-র বিচগুলিতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই গরমে বড়ই দুরবস্থা রিও-র চিড়িয়াখানার বেচারা জীবজন্তুদের। আর তাই গরমে কাহিল প্রাণীগুলিকে একটু স্বস্তি দিতে জমাটি ঠাণ্ডা খাবারের বন্দোবস্ত করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিংহ, সাইবেরিয়ান টাইগারের মত মাংসাশী প্রাণীদের জন্য রয়েছে বরফ ঠাণ্ডা মাছ, চিকেন বা বিফের কিউব। আর ভালুক, ওরাংওটাং বা বাঁদরদের মত তৃণভোজীদের জন্য বরাদ্দ বরফে জমানো রকমারি ফলের সরেস ডিশ। রয়েছে নানা রকমের আইসক্রিমও।

এছাড়া অন্য ব্যবস্থাও আছে। যেমন গরমের হাত থেকে স্বস্তি দিতে হাতিদের মাঝে মাঝেই ঠাণ্ডা জলের স্প্রে দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। প্রবল গরমে একটু কষ্ট পেলেও, নানা রকমের শীতল খাবার নিয়ে এখন দিনভর রীতিমত মশগুল রিও-র চিড়িয়াখানার বাসিন্দারা।

.