টাইফুন বোলাভেনে উত্তর কোরিয়া লণ্ডভণ্ড
আমেরিকায় যখন আইজাক ঝড়ে লণ্ডভণ্ড তখনই আবার উত্তর কোরিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড়। ভয়ানক সেই ঝড়ের নাম বোলাভেন। বোলাভেনের দাপটে উত্তর কোরিয়া বিপর্যস্ত।
আমেরিকায় যখন আইজাক ঝড়ে লণ্ডভণ্ড তখনই আবার উত্তর কোরিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড়। ভয়ানক সেই ঝড়ের নাম বোলাভেন। বোলাভেনের দাপটে উত্তর কোরিয়া বিপর্যস্ত। এই ঘূর্ণিঝড়ে ঘরছাড়া হয়েছেন কুড়ি হাজার মানুষ। সাড়ে ছ হাজার বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রথমে কোরিয় উপদ্বীপে ওই শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। উত্তর ও দক্ষিণ কোরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে বলে সোমবার জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা।
বহু গুরুত্বপূর্ণ সরকারি অফিস ঝড়ের কবলে নষ্ট হওয়ায় ত্রানকার্যে ব্যাহত হচ্ছে । দু`মাস আগেই উত্তর কোরিয়ায় দেড় শতাধিক মানুষ মারা যান। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশটিতে বোলাভেন আঘাত হানল।