বয়স বিতর্কে বারাক ওবামা!

বয়স বিতর্কের জেরে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিংয়ের আদালতে যাওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি ফলাও প্রচার করেছিল মার্কিন মিডিয়া। এবার প্রশ্ন উঠল, হোয়াইট হাউসের প্রথম কালো বাসিন্দার বয়স সংক্রান্ত নথির সত্যতা নিয়েই উঠল প্রশ্ন! সৌজন্যে, অ্যারিজোনা রাজ্যের শেরিফ জো আরপাইও।

Updated By: Mar 3, 2012, 02:51 PM IST

বয়স বিতর্কের জেরে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিংয়ের আদালতে যাওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি ফলাও প্রচার করেছিল মার্কিন মিডিয়া। এবার প্রশ্ন উঠল, হোয়াইট হাউসের প্রথম কালো বাসিন্দার বয়স সংক্রান্ত নথির সত্যতা নিয়েই উঠল প্রশ্ন! সৌজন্যে, অ্যারিজোনা রাজ্যের শেরিফ জো আরপাইও।
সম্প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম তারিখ সংক্রান্ত নথি ভুয়া হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জো। তাঁর দাবি, ওবামার জন্মতারিখ সম্পর্কিত সার্টিফেকেটের ইলেকট্রনিক কপি`র সত্যতা যাচাই করেই এই কথা বলেছেন তিনি। আরপাইও বলেছেন, `জালিয়াতি ও প্রতারণা` করে ওবামার জন্মসনদটি তৈরি হতে পারে বলে `নির্ভরযোগ্য কিছু প্রমাণ` পেয়েছেন তাঁদের নিয়োজিত তদন্তকারীরা। প্রসঙ্গত, বয়স সক্রান্ত বিতর্কের জেরে গত এপ্রিলে নিজের একটি পূর্ণাঙ্গ `বার্থ সার্টিফেকেট` প্রকাশ করেছিলেন ওবামা। এবার অ্যারিজোনার শেরিফ সেই সার্টিফিকেটের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

.