ওবামার মুখে গান্ধীর বাণী

শান্তির বার্তা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করলেন নোবেল শান্তি সম্মান জয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মঙ্গলবার ওবামার বক্তব্যে উঠে আসে লিবিয়ায় মার্কিন কনস্যুলেটে হামলার প্রসঙ্গ। সেই প্রসঙ্গে গান্ধীকে উদ্ধৃত করে ওবামা বলেন, অসহনশীলতাও এক ধরনের হিংসা যা গণতন্ত্রের বিকাশের পথে অন্তরায়।

Updated By: Sep 26, 2012, 09:26 AM IST

শান্তির বার্তা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করলেন নোবেল শান্তি সম্মান জয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মঙ্গলবার ওবামার বক্তব্যে উঠে আসে লিবিয়ায় মার্কিন কনস্যুলেটে হামলার প্রসঙ্গ। সেই প্রসঙ্গে গান্ধীকে উদ্ধৃত করে ওবামা বলেন, অসহনশীলতাও এক ধরনের হিংসা যা গণতন্ত্রের বিকাশের পথে অন্তরায়।
সোস্যাল নেটওয়ার্কিং সাইটে বিতর্কিত ভিডিও ফুটেজকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় মারা গিয়েছেন আমেরিকার ৪ কূটনীতিক। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে উঠে এল বেনগাজি প্রসঙ্গ। ওবামা বলেন, মহাত্মা গান্ধীর বাণী স্মরণ করার সময় এসেছে। নিজের বক্তব্যে ওবামা এমন এক বিশ্ব গড়ে তোলার ওপর জোর দেন, যেখানে মতের বিভিন্নতা কখনও দুটি জাতির পারস্পরিক বিদ্বেষের কারণ হবে না।

.