হত্যাকারী জঙ্গিদের খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে, আশ্বাস পাকিস্তানের

Updated By: Dec 19, 2014, 09:35 AM IST
হত্যাকারী জঙ্গিদের খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে, আশ্বাস পাকিস্তানের

পেশোয়ারে সেনা স্কুলে তালিবান জঙ্গীদের নারকীয় হত্যালীলার জের। বুধবারই সন্ত্রাসের ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড পূর্ণবহালের কথা ঘোষণা করে ইসলামাবাদ। আর বৃহস্পতিবারই পাকিস্তান জুড়ে সন্ত্রাসে অভিযুক্ত ৫৫ জন আসামীর ফাঁসির নির্দেশ ঘোষিত হল।  খুব শীঘ্রই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানিয়েছে সেদেশের কারা দফতর।

পাকিস্তানে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীর সংখ্যা মোট ৫২২। যারমধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত। দেশের মধ্যে শুধুমাত্র পঞ্জাব প্রদেশেই ফাঁসির আসামী ৪৬৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে খাইবার পাখতুনখোয়া। সেখানে ফাঁসির আসামী ৩০জন। সিন্ধ এবং বালুচিস্তান প্রদেশে সংখ্যাটা যথাক্রমে ১৪ এবং ১৩।

.