নাইজেরিয়ায় হত্যা ও অপহরণের ঘটনায় ফের বোকো হারামকেই দায়ী করল প্রশাসন

Updated By: Dec 19, 2014, 09:14 AM IST
নাইজেরিয়ায় হত্যা ও অপহরণের ঘটনায় ফের বোকো হারামকেই দায়ী করল প্রশাসন

আবার অশান্ত নাইজেরিয়া। দেশের উত্তরপূর্বাঞ্চলে গুমসকিরি গ্রামে হামলা চালিয়ে ৩৫ জনকে হত্যা এবং শতাধিক মহিলা ও শিশুকে অপহরণের ঘটনায় ফের জঙ্গি সংগঠন বোকো হারামকেই দায়ী করল প্রশাসন।

রবিবার এ ঘটনা ঘটলেও, গ্রামটি অত্যন্ত দুর্গম এবং মূল শহর থেকে তার দূরত্ব খুব বেশি থাকায় বৃহস্পতিবার খবরটি প্রকাশ্যে আসে। এক নিরাপত্তা অফিসার জানান যে রবিবার ওই গ্রামে ঢুকে সন্দেহভাজন বোকো হারাম বন্দুকবাজরা নির্বিচারে গুলি চালায়। নাশকতায় গ্রাম প্রধানেরও মৃত্যু হয়। পরে মহিলা ও শিশুদের আটক করে নিয়ে যায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হামলাকারীরা দুটি গাড়িতে এসেছিল। যাওয়ার সময় তারা পঞ্চাশটি দোকানে আগুন ধরিয়ে দেয়। বিগত পাঁচ বছরে ইসলামিক রাষ্ট্রের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। শুধু নাইজেরিয়া নয়। বোকো হারাম এখন গোটা আফ্রিকার মাথাব্যথা। কিভাবে এদের মোকাবিলা করা যায়, তা নিয়ে বিভিন্ন সম্মেলনে আলোচনাও হয়েছে। তবু থামেনি বোকো হারামের দৌরাত্ম।

.