দেশদ্রোহীতার মামলায় দোষী সাব্যস্ত মুশারফ
দেশদ্রোহীতার মামলায় প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে দোষী সাব্যস্ত করল আদালত। মুশারফই পাকিস্তানের প্রথম সামরিক শাসক যার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলছে। ২০০৭ সালে নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করেন জেনারেল পারভেজ মুশারফ।
দেশদ্রোহীতার মামলায় প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে দোষী সাব্যস্ত করল আদালত। মুশারফই পাকিস্তানের প্রথম সামরিক শাসক যার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলছে। ২০০৭ সালে নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করেন জেনারেল পারভেজ মুশারফ।
তবে এদিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রাক্তন পাক প্রেসিডেন্টের দাবি করেন তিনি সেই সময় দেশের ভালর জন্যই জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি তিনি বলেন, সেই সময় জরুরী না করলে দেশের অনেক ক্ষতি হয়ে যেত। নিজের চিকিত্সা এবং মায়ের অসুস্থতার জন্য দেশের বাইরে যেতে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছেন মুশারফ। আজ সেই আবেদন নিয়েও সিদ্ধান্ত নেবে আদালত।