মুশারফের মনোনয়ন বাতিল করল পাক নির্বাচন কমিশন
এ যাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের প্রধান হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হচ্ছে পারভেজ মুশারফকে। পাকিস্তানের নির্বাচন কমিশন শুক্রবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফের প্রার্থীপদের মনোনয়ন পত্র খারিজ করে দিল। প্রসঙ্গত, টানা চার বছর লন্ডন আর দুবাইয়ে আত্মগোপন করার পর গত মাসের ২৪ তারিখ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই দেশে ফিরে ছিলেন পারভেজ মুশারফ।
এ যাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের প্রধান হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হচ্ছে পারভেজ মুশারফকে। পাকিস্তানের নির্বাচন কমিশন শুক্রবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফের প্রার্থীপদের মনোনয়ন পত্র খারিজ করে দিল। প্রসঙ্গত, টানা চার বছর লন্ডন আর দুবাইয়ে আত্মগোপন করার পর গত মাসের ২৪ তারিখ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই দেশে ফিরে ছিলেন পারভেজ মুশারফ।
আসন্ন সাধারণ নির্বাচনে করাচি, ইসলামাবাদ, চিত্রাল, কাসুর- এই চারটি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার জন্য মনোনয়নপত্র পেশ করেছিলেন মুশারফ। তাঁর প্রতিদ্বন্ধী জাভেদ কাসুরি নির্বাচন কমিশনের কাছে মুশারফের বিরুদ্ধে ছটি অভিযোগ করে ছিলেন। তিনি জানিয়েছিলেন সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী মুশারফ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারেন না। কারণ বেশ কিছু মামলায় তাঁর নাম জড়িত।
আজ কাসুরের রিটার্নিং অফিসার মহম্মদ সালেম কাসুরির অভিযোগের স্বীকৃতি দিয়ে মুশারফের মনোনয়ন বাতিল করেছেন।
অল পাকিস্তান মুসলিম লিগের প্রধান পারভেজ মুশারফ এর আগে নির্বাচনে স্বচ্ছতার অভাবের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি সেনার তত্ত্বাবধনে সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন।