অশান্ত পাকিস্তান, পুলিস -জনতা সংঘর্ষে উত্তপ্ত ইসলামাবাদ, ইমরান খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

Updated By: Sep 1, 2014, 07:15 PM IST
অশান্ত পাকিস্তান, পুলিস -জনতা সংঘর্ষে উত্তপ্ত ইসলামাবাদ, ইমরান খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

ইসলামাবাদ: পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কট চরমে পৌছল। প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ইসলামাবাদ। পুলিস প্রতিবাদীদের উপর ব্যাপক লাঠি চার্জ করেছে বলে খবর। চালানো হয়েছে টিয়ার গ্যাস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬জন।

অন্যদিকে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ ইমরান খানের স্বপক্ষে মুখ খুললেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি নাসির-উল-মালিক সমস্ত বিচারকদের ছুটি বাতিল করে তাঁদের ইসলামাবাদে ডেকে এনেছেন।

তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান এবং আওয়ামি তেহরিক প্রধান তাহির-উল-কাদরির বিরুদ্ধে দেশদ্রোহিতা আইনে মামলা রুজু হয়েছে সেক্রেটারিয়েট পুলিস স্টেশনে। সংসদে হামলার দায়ে অভিযোগ আনা হয়েছে দুজনের বিরুদ্ধে। যদিও দুই নেতাই একে হাস্যকর কাজ বলে উড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছে ইসলামাবাদে। তার ওপর একের পর এক গুজবে আরও ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। আজ আচমকাই শোনা যায়, প্রধানমন্ত্রীকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে পাক সেনা। যদিও পরে সেনাবাহিনীর পক্ষ থেকে সেকথা অস্বীকার ক

.