পবিত্র ঈদে কাশ্মীর ইস্যু উস্কে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

পবিত্র ঈদে কাশ্মীর ইস্যু উস্কে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ লাহোরে নমাজের পর তিনি বলেন, কাশ্মীরের মানুষের আত্মবলিদান বৃথা যাবে না। এ বারের ঈদ তাঁদের প্রতি উত্‍সর্গ করার কথা বলেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের মানুষের আত্ম-নিয়ন্ত্রণের পক্ষেও ফের সওয়াল করেন শরিফ। অশান্তি আর কার্ফুর মধ্যেই আজ উপত্যকায় ঈদ পালিত হয়। সকালে নমাজের পর বান্দিপুরায় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বাহিনী পাল্টা জবাব দিলে নিহত হন এক বিক্ষোভকারী। জুলাই মাস থেকে একটানা অশান্তিতে কাশ্মীরে নিহতের সংখ্যা আশি ছাড়িয়ে গেল।

Updated By: Sep 13, 2016, 02:33 PM IST
পবিত্র ঈদে কাশ্মীর ইস্যু উস্কে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ওয়েব ডেস্ক: পবিত্র ঈদে কাশ্মীর ইস্যু উস্কে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ লাহোরে নমাজের পর তিনি বলেন, কাশ্মীরের মানুষের আত্মবলিদান বৃথা যাবে না। এ বারের ঈদ তাঁদের প্রতি উত্‍সর্গ করার কথা বলেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের মানুষের আত্ম-নিয়ন্ত্রণের পক্ষেও ফের সওয়াল করেন শরিফ। অশান্তি আর কার্ফুর মধ্যেই আজ উপত্যকায় ঈদ পালিত হয়। সকালে নমাজের পর বান্দিপুরায় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বাহিনী পাল্টা জবাব দিলে নিহত হন এক বিক্ষোভকারী। জুলাই মাস থেকে একটানা অশান্তিতে কাশ্মীরে নিহতের সংখ্যা আশি ছাড়িয়ে গেল।

আরও পড়ুন দাউদ ইব্রাহিমের ৪০ কোটি টাকা চুরি! করল তারই অনুগামী!

আরও পড়ুন সত্যিই কি কথা বলতে পারে ডলফিন? প্রমাণ পাওয়া গেল

.