ভারতীয় বায়ুসেনার পাইলটকে ফেরত দিতে প্রস্তুত, চাপে পড়ে জানালেন পাক বিদেশমন্ত্রী

পাক বিদেশমন্ত্রী বৃহস্পতিবার জিও টিভিকে বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে যদি হেফাজতে থাকা ভারতীয় পাইলটকে ছেড়ে দিতে হয় তাহলে তাতে রাজি পাকিস্তান

Updated By: Feb 28, 2019, 04:40 PM IST
ভারতীয় বায়ুসেনার পাইলটকে ফেরত দিতে প্রস্তুত, চাপে পড়ে জানালেন পাক বিদেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চাপে পড়ে ক্রমশ সুর নরম করছে পাকিস্তান। সেদেশের হেফাজতে থাকা বায়ুসেনার পাইলটক নিয়ে কী হবে তা কয়েক দিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই বড়সড় ঘোষণা করলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ ফাইসাল।

আরও পড়ুন-বায়ুসেনার পাইলটকে নিয়ে কী সিদ্ধান্ত; শীঘ্রই ঘোষণা, জানাল পাকিস্তান

পাক বিদেশমন্ত্রী বৃহস্পতিবার জিও টিভিকে বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে যদি হেফাজতে থাকা ভারতীয় পাইলটকে ছেড়ে দিতে হয় তাহলে তাতে রাজি পাকিস্তান।

এদিকে, বায়ুসেনার পাইলটকে হেফাজতে নেওয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওপরে ক্রমাগত চাপ তৈরি করে চলেছে ভারত। এর ফলে পাকিস্তান ওই পাইলটের কথা জানাতে বাধ্য হয়েছে। সেদেশের তরফে জানানো হয়েছে, ভারতীয় পাইলট ভালো আছেন। তবে পাকিস্তান পাইলটকে ফেরত দেওয়ার ব্যাপারে নরম হলেও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও রকম কথা হবে না। নিঃশর্তে বায়ুসেনার পাইলটকে ফেরত দিতে হবে।

আরও পড়ুন-পাক হেফাজতে থাকা বায়ুসেনা পাইলটকে কীভাবে ফেরত পাবে ভারত? কী বলছে জেনেভা কনভেনশন?

অন্যদিকে, সংবাদমাধ্যমের একাংশের খবর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলত চান ইমরান খান। তবে সেই কথা এখনও হয়ে ওঠেনি।

বুধবার দিল্লিতে পাক হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত। পাক হাই কমিশনারকে বলা হয়েছে, একজন আহত সেনাকর্মীর সঙ্গে পাক সেনা যে ব্যবহার করেছে তা জেনেভা কনভেনশনের পরিপন্থী। 

.