ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি বাতিল করে সমালোচনায় মুখর পাক আইনসভা

Updated By: Aug 30, 2017, 09:52 PM IST
ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি বাতিল করে সমালোচনায় মুখর পাক আইনসভা

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি সর্বসম্মতভাবে বাতিল করল পাক ন্যাশনাল অ্যাসেম্বলি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্ম লালনপালন করার যে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট তুলেছিলেন তা বাতিল করার পাশাপাশি তার বিরুদ্ধে সোচ্চার হল ইসলামাবাদ। এদিন 'সন্ত্রাসবাদ রোখার ক্ষেত্রে পাক বাহিনীর আত্মত্যাগে'র পাশেই দাঁড়িয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফ।

প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তিনি সরাসরি জানিয়ে দেন যে, মার্কিন মুলুক থেকে আর্থিক অনুদান নিয়ে নিজেদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপকে কখনও প্রশ্রয় দিতে পারে না পাকিস্তান। অথচ সেই কাজই করে চলেছে ভারতের পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্রটি। ট্রাম্পের সাফ কথা, পাকিস্তান আমেরিকার থেকে ডলারও নেবে, আবার সন্ত্রাসবাদীদেরও লালন করবে যারা আমেরিকাকেই আক্রমণ করবে এটা চলতে পারে না। ট্রাম্পের সেদিনের সেই বার্তাই ছিল সাম্প্রতিক কালে পাকিস্তানের প্রতি সবচেয়ে তীব্র আক্রমণ। ফলে, বেশ চাপে পড়ে গিয়েছিল পাক সরকার। এমতাবস্থায়, মার্কিন প্রেসিডেন্টের সেই বিবৃতিকে বাতিল করে সমালোচনা করা ছাড়া ইসলামাবাদের কাছেও অন্য কোনও বিকল্প ছিল না বলে মত, বিশেষজ্ঞদের।

.