'প্যান্ডেমিক' এ বছরের সব চেয়ে আলোচিত শব্দ
'প্যান্ডেমিক'ই 'টপ ওয়ার্ড অফ ২০২০'
নিজস্ব প্রতিবেদন: ধরে নিন, অভিধানের শব্দদের মধ্যে প্রতিযোগিতা চলছে। তো, সেই প্রতিযোগিতায় এ বছরের সেরাও ঘোষিত হয়ে গেল। তবে ভার্চুয়াল এই প্রতিযোগিতায় 'টপ ওয়ার্ড অফ ২০২০' ঘোষিত হল যে শব্দটি তা দেখে নিশ্চিত আপানার ঘুম উড়বে। এই শিরোপা পেল 'প্যান্ডেমিক' শব্দটি!
কী ভাবে জানা গেল এই তথ্য? অনলাইন অভিধান dictionary.com 'প্যান্ডেমিক' শব্দটিকে এ বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ হিসেবে ঘোষণা করেছে। তারা জানিয়েছে, এ বছর তাদের সাইটে 'প্যান্ডেমিক' শব্দের অর্থই বেশি বার খোঁজা হয়েছে। বিখ্যাত মেরিয়ম-ওয়েবস্টার অভিধানও 'প্যান্ডেমিক' শব্দটিকে চলতি বছরের সব চেয়ে আলোচিত শব্দ হিসেবে ঘোষণা করেছে!
হবে না-ই বা কেন? করোনার প্রকোপে এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে প্রায় ১৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে এ তো স্বাভাবিকই যে, বিশ্বের সর্বত্র অতিমারিই আলোচনার কেন্দ্রে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-আক্রান্ত রয়েছেন ৬ কোটির বেশি মানুষ। প্রতিষেধক আবিষ্কার নিয়ে তাবড় সংস্থাগুলি উঠে পড়ে লেগেছে। হয়তো তা দ্রুত এসেও যাবে বাজারে। তার আগে পর্যন্ত কিন্তু 'প্যান্ডেমিক' শব্দটিই চিন্তায় রাখছে মানবজাতিকে।
আরও পড়ুন: আজ থেকেই বাংলায় শুরু কো-ভ্যাক্সিনের ট্রায়াল