প্যারিসে ফের দুষ্কৃতী হামলা, গুরুতর জখম দুই পুলিস কর্মী

ফরাসি পত্রিকার দফতরে জঙ্গি হামলার পরদিন ফের প্যারিসে আততায়ী হামলা। দক্ষিণ প্যারিসে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন দুই পুলিস কর্মী। প্যারিসের দক্ষিণে পোর্তে দি চাতিলিয়েনের সামনে কর্তব্যরত পুলিসকে লক্ষ্য করে গুলি ছোড়ে তিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুলির আঘাতে জখম পুলিস অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর মেট্রোয় চেপে পালায় দুষ্কৃতীরা।

Updated By: Jan 8, 2015, 02:20 PM IST
প্যারিসে ফের দুষ্কৃতী হামলা, গুরুতর জখম দুই পুলিস কর্মী
ছবি-এএফপি

ওয়েব ডেস্ক: ফরাসি পত্রিকার দফতরে জঙ্গি হামলার পরদিন ফের প্যারিসে আততায়ী হামলা। দক্ষিণ প্যারিসে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন দুই পুলিস কর্মী। প্যারিসের দক্ষিণে পোর্তে দি চাতিলিয়েনের সামনে কর্তব্যরত পুলিসকে লক্ষ্য করে গুলি ছোড়ে তিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুলির আঘাতে জখম পুলিস অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর মেট্রোয় চেপে পালায় দুষ্কৃতীরা।

এদিকে, প্যারিসে ফরাসি পত্রিকার দফতরে হামলাকারী তিন জনকে চিহ্নিত করল পুলিস।  হামলাকারীদের একজন ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে বলে পুলিস সূত্রে খবর।  ১৮ বছরের ওই যুবকের নাম হামিদ মুরাদ। হামলাকারীদের গাড়িটি সে চালাচ্ছিল বলে পুলিস জানতে পেরেছে।

হামিদ মুরাদ উত্তরপূর্ব ফ্রান্সের   রেইমসের বাসিন্দা। বাকি দুই হামলাকারী সৈয়দ কউয়াচি এবং  তার ভাই শেরিফ থাকে প্যারিসেই। এই দুই ভাই বুধবার মুখোশপরে পত্রিকার দফতরে হামলা চালিয়েছিল বলে পুলিসের অনুমান। গাড়ির মধ্যে ফেলে যাওয়া পরিচয় পত্র থেকেই পুলিস হামলাকারীদের সূত্র পেয়েছে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। 

.