Bangladesh Train Accident: নবমীর বিকেলে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মালগাড়ীর, মৃত অন্তত ১৪

Bangladesh Train Accident: প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে এলাকার হাসপাতালগুলিতে ভর্তি করেছে। মৃতের সংখ্যা নিয়ে তাদের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। কোনও কোনও মহলের মতে মৃতের সংখ্য়া ১৫ বা তার বেশি হতে পারে।

Updated By: Oct 23, 2023, 05:43 PM IST
Bangladesh Train Accident: নবমীর বিকেলে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মালগাড়ীর, মৃত অন্তত ১৪

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বাংলাদেশের কিশোরগঞ্জে ভয়ংকর ট্রেন দুর্ঘটনা। কিশোরগঞ্জের ভৈরবে সোমবার বেলা তিনটে নাগাদ যাত্রীবাহী এগারোসিন্ধু এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় কিশোরঞ্জগামী একটি মালগাড়ির। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের ৩টি বগি। মালবাহী ট্রেনের কয়েকটি বগিও লাইন থেকে বেরিয়ে যায়। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত বহু যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় মানুষজন। ছুটে আসে দমকল।

আরও পড়ুন- বিগ বসের ঘর থেকে সোজা গারদে, গুরুতর অভিযোগ প্রতিযোগীর বিরুদ্ধে

ভৈরব পুলিসের বক্তব্য, অনেকেই এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। তাদের উদ্ধার কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার ফলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশনে ঢোকার আগেই রওনা দিয়ে দেয় এগারোসিন্ধু এক্সপ্রেস। মালগাড়িটি এগারোসিন্ধুর পেছনের দিকের তিনটা কামরায় ধাক্কা মারে। তাতেই এই দুর্ঘটনা। তবে কোনও কোনও মহলের আশঙ্কা সিগন্যালিংয়ের সমস্যার কারণে এমন দুর্ঘটনা হতে পারে।

প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে এলাকার হাসপাতালগুলিতে ভর্তি করেছে। মৃতের সংখ্যা নিয়ে তাদের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। কোনও কোনও মহলের মতে মৃতের সংখ্য়া ১৫ বা তার বেশি হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.