ওভালে কিং ফিশারের মালিককে ঘিরে ধরে বিক্ষোভ, আওয়াজ উঠল ‘বিজয় মালিয়া চোর হ্যায়’
৯০০০ কোটি টাকা জালিয়াতি করে ২০১৬ সালের ২ মার্চ দেশ ছেড়েছেন কিং ফিশার এর মালিক বিজয় মালিয়া
নিজস্ব প্রতিবেদন: কিং ফিশারের মালিক বিজয় মালিয়াকে এখনও দেশে ফেরাতে পারেনি কেন্দ্র। লন্ডন থেকেই তিনি মামলা লড়ছেন। সেখানেই রয়েছেন বহাল তবিয়তে। শনিবার ওভাল স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে এসেছিলেন লিকার ব্যারন। আর সেখানেই পড়লেন বিপুল অস্বস্তিতে।
আরও পড়ুন-বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব গিরীশ কারনাড প্রয়াত
ম্যাচ দেখে স্টেডিয়াম থেকে বের হতেই তাঁকে ঘিরে ধরেন অনাবাসী ভারতীয়রা। তাঁরা ক্রমাগত স্লোগান দিতে থাকেই ‘বিজয় মালিয়া চোর হ্যায়’, ‘চোর চোর’। এছাড়াও মালিয়াকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মানুষজন। জনতার মধ্যে থেকে মানুষজন বলতে থাকেন, মানুষ হন, দেশবাসীর কাছে ক্ষমা চান।
#WATCH London, England: Vijay Mallya says, "I am making sure my mother doesn't get hurt", as crowd shouts "Chor hai" while he leaves from the Oval after the match between India and Australia. pic.twitter.com/ft1nTm5m0i
— ANI (@ANI) June 9, 2019
আরও পড়ুন-কাঠুয়া ধর্ষণ মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোট আদালত
উল্লেখ্য, ৯০০০ কোটি টাকা জালিয়াতি করে ২০১৬ সালের ২ মার্চ দেশ ছেড়েছেন কিং ফিশার এর মালিক বিজয় মালিয়া। তাঁকে দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে ভারত। কিন্তু লন্ডনের আদালতে মামলা করে আপাতত তা আটকে রেখেছেন মালিয়া। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এখন তিনি বলছেন বকেয়া টাকার সবচাই ফেরত দিয়ে দেবেন।