পার্লামেন্টে হামলার ছক ভেস্তে দিয়েছিল পুলিস : মালিক
যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের দিন পাকিস্তানের পার্লামেন্টে জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছিল পাকিস্তান পুলিস। শনিবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক।
যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের দিন পাকিস্তানের পার্লামেন্টে জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছিল পাকিস্তান পুলিস। শনিবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। এই জঙ্গি হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদ পুলিস এক সন্দেহভাজন জঙ্গি ও পাক অর্থমন্ত্রকের এক আধিকারিককে গ্রেফতার করেছে বলেও জানান মালিক।
তবে ধৃত ব্যক্তিদের নাম জানাননি তিনি। এদিন মালিক বলেন, ``পাক পার্লামেন্টে যৌথ অধিবেশনের সময় প্রেসিডেন্টের ভাষণের দিন জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়ার জন্য আমি ইসালামাবাদ পুলিসকে সাধুবাদ জানাচ্ছি।`` অভ্যন্তরীণ মন্ত্রীর এই মন্তব্যের পরই চাঞ্চল্য ছড়িয়েছে পাক রাজনীতিতে। প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।