দুনিয়ার প্রথম DNA টিকা তৈরি করে ফেলেছে ভারত, আসুন উৎপাদন করুন, আহ্বান PM Modi-র

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় টিকা উৎপাদনের হাব হিসেবে ভারতকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Updated By: Sep 25, 2021, 08:01 PM IST
দুনিয়ার প্রথম DNA টিকা তৈরি করে ফেলেছে ভারত, আসুন উৎপাদন করুন, আহ্বান PM Modi-র

নিজস্ব প্রতিবেদন: দুনিয়ার প্রথম ডিএনএ টিকা তৈরি করে ফেলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের সভায় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ১২ বছরের ঊর্ধ্বে সকলকে এই টিকা দেওয়া যেতে পারে। এমআরএনএ টিকা শেষ পর্যায়ে। করোনার নাসিকা-টিকাও উৎপাদনের দিকে গিয়েছে দেশ। মোদীর বার্তা,দুনিয়াজুড়ে টিকা উৎপাদনকারীদের আহ্বান করছি, আসুন টিকা তৈরি করুন ভারতে।         

গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২০ বছর কাটিয়ে ফেলেছেন মোদী। সে কথাই মনে করিয়ে তিনি বলেন,''২০ বছর ধরে দেশবাসীর সেবা করছি। একাত্ম মানবধর্মের প্রণেতা পণ্ডিত  দীনদয়াল উপাধ্যায়। একাত্ম মানবধর্ম অর্থাৎ স্ব থেকে সমস্ত পর্যন্ত উন্নয়ন। সর্বব্যাপী উন্নয়নের রাস্তায় এগিয়ে গিয়েছি। এটাই আমাদের অগ্রাধিকার। গত ৭ বছরে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে জুড়েছেন ভারতের ৪৩ কোটির বেশি মানুষ। আজ ৩৬ কোটির বেশি লোক বিমার আওতায় এসেছেন। ৫০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। গৃহহারাদের ৩ কোটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দূষিত জল শুধু ভারতই নয় গোটা বিশ্ব বিশেষ করে গরিব ও উন্নয়নশীল দেশগুলির জন্য বিরাট সমস্যা। আমরা ১৭ কোটি ঘরে পাইপের মাধ্যমে জল পৌঁছে দিয়েছি। দুনিয়ার বৃহৎ দেশে জমি ও ঘরের অধিকার নেই। ভারতের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ম্যাপিং করে কোটি কোটি লোককে তাঁদের ঘর ও জমির ডিজিটাল রেকর্ড দিচ্ছি।''

ভারতের উন্নতি বিশ্বের জন্য কতটা দরকারি তাও মনে করিয়ে দিয়েছেন মোদী। তাঁর কথায়,''বিশ্বের প্রতি ষষ্ঠ ব্যক্তির একজন ভারতীয়। ভারতীয়দের প্রগতি হলে বিশ্বের উন্নয়ন গতি পাবে। ভারত এগিয়ে গেলে বিশ্ব এগোয়। ভারত সংস্কার করলে বিশ্বে পরিবর্তন আসে। বিশ্বকে সাহায্য করতে পারে ভারতের বৈজ্ঞানিক উদ্ভাবন। ইউপিআই ব্যবহার করে প্রতি মাসে ৩৫০ কোটি বেশির লেনদেন হচ্ছে ভারতে। টিকা প্ল্যাটফর্ম কোউইনে একই দিনে কোটি কোটি মানুষের টিকার ব্যবস্থা করা হচ্ছে। সেবাই পরম ধর্মে বিশ্বাসী ভারত। সীমিত ক্ষমতা নিয়ে টিকা উৎপাদন করছি।''

আরও পড়ুন- UNGA: ভাষণে Modi-র রবি-স্মরণ, বাংলায় কবিতা পাঠ করে রাষ্ট্রসঙ্ঘকে বার্তা প্রধানমন্ত্রীর

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.