জুকারবার্গের ডাকে এবার ফেসবুকের সদর দফতরে বক্তৃতা দেবেন মোদী

চলতি মাসেই ফেসবুকের অফিসে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানিয়েছেন খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ।

Updated By: Sep 13, 2015, 03:50 PM IST
জুকারবার্গের ডাকে এবার ফেসবুকের সদর দফতরে বক্তৃতা দেবেন মোদী

ওয়েব ডেস্ক: চলতি মাসেই ফেসবুকের অফিসে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানিয়েছেন খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ।

রবিবার, সিলিকন ভ্যালির মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যলয়ে এক অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ জানান, "আমি খুব আনন্দিত জনসমক্ষে ঘোষণা করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাউনহলে প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে যোগদান করবেন।" তিনি আরও জানান, "গত বছর নরেন্দ্র মোদীর অনুরোধে ভারতে আসার সৌভাগ্য হয়েছিল, তাঁকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ।"

সিলিকন ভ্যালির আরও এক বড় টেকনোলজি কোম্পানি গুগলপ্লেক্সে যোগদান করতে পারেন নরেন্দ্র মোদী, সূত্রের খবর। এছাড়াও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন।

.