জাপানে ভারতের বাণিজ্যের ঢাক বাজালেন মোদী
টোকিও: গতকালই জাপানের প্রধানমন্ত্রী সিজো আবের সঙ্গে একাধিক চুক্তি সাক্ষর করেছেন নরেন্দ্র মোদী। আর আজ ভারতীয় প্রধানমন্ত্রীকে দেখা গেল অন্য মেজাজে। টোকিয়োর ঢাকে কাঠি পড়ল। যিনি বাজাচ্ছেন তিনি এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি নরেন্দ্র দামোদর দাস মোদী। টাটা কনসালটেন্সি সারভিসের কালচারাল অ্যাকাডেমিতে এই ভাবেই ধরাদিলেন ভারতের প্রধানমন্ত্রী।
অনুরোধটা রেখে ছিলেন টিসিএস সিইও এন চন্দ্রশেখরন। মোদীকে দেশী তাল শোনানোর অনুরোধে পিছ পা হননি তিনি। ঢোল খাস টোকিওর, তাতে তাল ভারতীয়। যে সমস্ত ছাত্র ছাত্রীরা ভারতে পড়তে আসবেন, তাঁদের ভারতীয় মাটির স্বাদ চেখে দেখারও পরামর্শও দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ""আপনারা ঘরের বাইরে বেরলেই বেশি শিখবেন।''
ভারতীয় শিক্ষার ছবি তুলে ধরতে নালন্দা তক্ষশীলার প্রসঙ্গ টেনে আনেন মোদী।