Canada | Sukha Duneke: ফের খুন কানাডায়, অজানা আততায়ীর হাতে নিহত খালিস্তানপন্থি সুখা

দুনেকে পঞ্জাবের মোগার একজন ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ছিলেন। তিনি ২০১৭ সালে একটি জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে যান। তিনি সন্ত্রাসবাদী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং খালিস্তান এবং কানাডার সঙ্গে সংযুক্ত ৪৩ জন গ্যাংস্টারের একজন যা গতকাল সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।

Updated By: Sep 21, 2023, 11:37 AM IST
Canada | Sukha Duneke: ফের খুন কানাডায়, অজানা আততায়ীর হাতে নিহত খালিস্তানপন্থি সুখা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খালিস্তানি সন্ত্রাসবাদী সুখা দুনেকে কানাডায় আন্তঃদলীয় সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গিয়ছে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন।

দুনেকে পঞ্জাবের মোগার একজন ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ছিলেন। তিনি ২০১৭ সালে একটি জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে যান। তিনি সন্ত্রাসবাদী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং খালিস্তান এবং কানাডার সঙ্গে সংযুক্ত ৪৩ জন গ্যাংস্টারের একজন যা গতকাল সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: Donald Trump: 'আমার বাবা ডোনাল্ড ট্রাম্প আর নেই!' পোস্ট ট্রাম্পপুত্রের!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সপ্তাহের শুরুতে হাউস অফ কমন্সে ভারতের বিরুদ্ধে অভিযোগ করার পরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধের পটভূমিতে ডুনেকের হত্যাকাণ্ড ঘটেছে। ট্রুডো দাবি করেন যে তার সরকারের কাছে ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ রয়েছে কে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং হত্যার সঙ্গে ভারতীয় সরকারের এজেন্টরা যুক্ত করেছে। জুনে কানাডার মাটিতে খুন হন নিজ্জার। 

ট্রুডোর অভিযোগের পর ভারত ও কানাডা দুই দেশই একজন করে সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে তাদের দেশ থেকে। ভারত অভিযোগ অস্বীকার করেছে এবং এগুলিকে ‘অযৌক্তিক’ এবং ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছে।

৪৫ বছরের নিজ্জার, একজন সন্ত্রাসবাদী এবং নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের (KTF) প্রধান ছিলেন। গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে তাকে হত্যা করা হয়েছিল। তিনি ছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের একজন।

আরও পড়ুন: Alien Like Fossils Revealed: হাজার বছরের পুরনো এলিয়েনের কঙ্কালের ভিতরে ডিম কোথা থেকে এল!

গতকাল, ভারত কানাডায় তার নাগরিকদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। এর একদিন আগেই কানাডা ভারতের জন্য তাদের পরামর্শ আপডেট করেছে। নির্দেশে কানাডায় ভারতীয় নাগরিকদের এবং যারা সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ভারতের নির্দেশিকায় বলা হয়েছে, ‘কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিকভাবে ক্ষমা করা ঘৃণামূলক অপরাধ এবং অপরাধমূলক হিংসার পরিপ্রেক্ষিতে, সেখানকার সমস্ত ভারতীয় নাগরিকদের এবং যারা ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে’।

দুই দেশের মধ্যে এই অচলাবস্থার মধ্যে, পঞ্জাব পুলিস আজ গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগীদের বিরুদ্ধে রাজ্যব্যাপী ক্র্যাকডাউন শুরু করেছে। তিনি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার জন্য অভিযুক্ত।

পুলিসের মতে, ব্রারের খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি কানাডায় লুকিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.