Bangladesh: ঢাকায় গ্রেফতার JMB-র শীর্ষ জঙ্গি নেতা, RAB-এর বড় সাফল্য
উদ্ধার প্রচুর অস্ত্র, জেহাদি নথি, গ্য়াজেট।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের ঢাকায় জঙ্গি ডেরার খোঁজ পেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)। গ্রেফতার শীর্ষ JMB-র শীর্ষ নেতা ইমদাদুল হক। উদ্ধার প্রচুর অস্ত্র, জেহাদি নথি ও ইলেক্টনিক গ্য়াজেট।
বৃহস্পতিবার ভোট রাতে ঢাকার মহম্মদপুরের বসিলায় অভিযান চালায় RAB। একটি চারতলা বাড়িকে ঘিরে ফেলেন তারা। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় একজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত জঙ্গি সংগঠন JMB-র শীর্ষ নেতা। নাম ইমদাদুল হক। এরপর বাড়িটিতে প্রবেশ করে র্যাবের ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড। উদ্ধার হয় প্রচুর অস্ত্র, গ্যাজেট এবং জেহাদি নথি।
আরও পড়ুন: Afghanistan: Taliban সরকার 'অবৈধ', তোপ Ashraf Ghani সরকারের 'বিদেশ মন্ত্রক'-এর
RAB-এর তরফে জানা হয়েছে, সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে ওই বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ধৃত জঙ্গি। যদিও কোনও বৈধ পরিচয় পত্র জমা দেয়নি সে। ধৃত কোনও বড় হামলার ছক কষছিল কিনা বা কী উদ্দেশ্যে সেখানে ঘাঁটি গেড়েছিল, তদন্তে RAB।