এখনও বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ মিশরের সেনা সরকার
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেও, বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ মিশরের সেনা সরকার। নতুন প্রধানমন্ত্রী কামাল অল গানজুরি যাতে দফতরে ঢুকতে না পারেন, তাই শুক্রবার মন্তরিসভার দফতরের বাইরে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেও, বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ মিশরের সেনা সরকার। নতুন প্রধানমন্ত্রী কামাল অল গানজুরি যাতে দফতরে ঢুকতে না পারেন, তাই শুক্রবার মন্তরিসভার দফতরের বাইরে অবরোধ করেন বিক্ষোভকারীরা। হোসনি মুবারক জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী গানজুরির নিয়োগের ক্ষুব্ধ অধিকাংশ মানুষই। বিক্ষোভকারীদের দাবি, মিশরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এমন কোনও ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে, যাঁর সঙ্গে মুবারক প্রশাসনের কোনও সম্পর্ক নেই। রাতভর কায়রোর তাহরির স্কোয়ারেও অবস্থান জারি ছিল। সংঘর্ষ ছড়িয়েছে আলেকজান্দ্রিয়াতেও।