শরিকি চাপে বাধাপ্রাপ্ত সংস্কার, ম্যানিলায় মন্তব্য অর্থমন্ত্রীর
শরিকি চাপের ফলে বাধা পাচ্ছে দেশের আর্থিক সংস্কার। জোট সরকার চালাতে গেলে এটাই স্বাভাবিক। আজ ম্যানিলায় একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি জানান, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ডিজেলের দাম সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার ব্যাপারেও কেন্দ্রীয় সরকার বিচার বিবেচনা করছে।
শরিকি চাপের ফলে বাধা পাচ্ছে দেশের আর্থিক সংস্কার। জোট সরকার চালাতে গেলে এটাই স্বাভাবিক। আজ ম্যানিলায় একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি জানান, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ডিজেলের দাম সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার ব্যাপারেও কেন্দ্রীয় সরকার বিচার বিবেচনা করছে। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)-র বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী। নতুন পদের দায়িত্ব নিতে ম্যানিলা গিয়ে এদিন জোট রাজনীতির দুর্বহ বাধ্যবাধকতার কথা তুলে ধরেন প্রণব মুখোপাধ্যায়। তবে মুক্ত বাজার অর্থনীতিতে টিকে থাকার জন্য সংস্কারের অপরিহার্যতার কথাও এদিন তুলে ধরেন তিনি।