মৃত্যুর পরেও উচ্ছেদ! ১৫ বছর পর কবর থেকে বের করে দেওয়া হয় মরদেহ

মৃত্যুর পরেও উচ্ছেদ। 'ঘুমিয়ে' থাকা শবের নিরাপদ ঠিকানা ছিল যে 'কবর ঘর', সেখান থেকেই সরিয়ে দেওয়া হয় শব। বছর ১৫ পর পরই কবর ঘরের মালিক বদলায়। একই ঘরে এক বাসিন্দার পর আসেন অন্য বাসিন্দা। কবরখানা তো নয়, যেন ভাড়া বাড়ি!

Updated By: Feb 4, 2016, 09:47 PM IST
মৃত্যুর পরেও উচ্ছেদ! ১৫ বছর পর কবর থেকে বের করে দেওয়া হয় মরদেহ

ওয়েব ডেস্ক: মৃত্যুর পরেও উচ্ছেদ। 'ঘুমিয়ে' থাকা শবের নিরাপদ ঠিকানা ছিল যে 'কবর ঘর', সেখান থেকেই সরিয়ে দেওয়া হয় শব। বছর ১৫ পর পরই কবর ঘরের মালিক বদলায়। একই ঘরে এক বাসিন্দার পর আসেন অন্য বাসিন্দা। কবরখানা তো নয়, যেন ভাড়া বাড়ি!

সিঙ্গাপুর, পৃথিবীর একমাত্র দেশ যেখানে কবর স্থান ভাড়া দেওয়া হয়, তাও মাত্র ১৫ বছরের জন্য। ১৫ বছর এক দিনের মাথায় ওই কবর থেকে বের করে দেওয়া হয় মৃতদেহ। কোনও ধর্মীয় আচরণ নয়, এটা একটা আইন। সিঙ্গাপুর সরকার ১৯৯৮ সালে এই নিয়ম চালু করে। কোনও রকম সমালোচনা যে হয়নি, তেমনটা নয়। অনেকের মতে, এই আইনের কারণে ধর্মীয় ভাবধারার ওপর আঘাত আসছে। সৎকারের নিয়ম মানতে পারছে না সিঙ্গাপুরের মানুষ। কিন্তু মানুষ এই নিয়ম মেনেই কবর স্থান বেছে নিচ্ছেন।

 

.