মধ্যবর্তী নির্বাচনে দলের বড় হারে ধাক্কা খেলেন ওবামা

Updated By: Nov 5, 2014, 05:03 PM IST
মধ্যবর্তী নির্বাচনে দলের বড় হারে ধাক্কা খেলেন ওবামা

 

ওয়েব ডেস্ক: আর দু বছর পরেই প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ শেষ হচ্ছে বারাক ওবামার। কিন্তু এই বিদায়ের আগে বড় ধাক্কা খেল তাঁর দল ডেমোক্র্যাট। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেল রিপাবলিকান পার্টি।।  ২০০৬ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের উচ্চ ও নিম্ন, উভয় কক্ষেরই দায়িত্ব  পেল রিপাবলিকানরা। সেনেটের সাতটি আসনে জয়লাভ করে উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ চলে গেল রিপাবলিকানদের হাতে। ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ফলে হতাশ ডেমোক্র্যাটরা। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৯ এর পর আবার দেশের ক্ষমতায় আসার ব্যাপারে এগিয়ে গেল রিপাবলিকানরা।  

সবচেয়ে বড় কথা প্রেসিডেন্ট ওবামার নিজের রাজ্য ইলিনয়িসেও ডেমোক্র্যাটরা হারল। আরকানস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ডেকোটা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। অন্যান্য রাজ্যের ভোট গণনায়ও আরো ভোট পাওয়ার আশা আছে দলটির।

উত্তর ক্যারোলাইনা, ক্যানসাসে ডেমোক্র্যাট সেনেটরদের সেফ সিটেও জয় ছিনিয়ে নিলেন রিপাবলিকানরা। সেনেটের ১০০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে এবং ৫০টি রাজ্য গভর্নরের মধ্যে ৩৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ইনির্বাচনের মধ্যে দিয়ে সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাট পার্টির কাছ থেকে রিপাবলিকানদের কাছে চলে এল। এখন রিপাবলিকান দলীয় সিনেট নেতা ম্যাককনেল হবেন উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের নেতা। কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের কাছে চলে যাওয়ায় ওবামাকে এখন কংগ্রেসে প্রস্তাব পাস করানোর ক্ষেত্রে নিজের দলের দুর্বল অবস্থানের মোকাবিলা করতে হবে।

Tags:
.