ভাইরাস আরও আগে থেকে ছড়িয়েছিল, হার্ভার্ডের বিস্ফোরক দাবি হাস্যকর বলল বেজিং

 স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও সার্চ ইঞ্জিনের তথ্য থেকে এমন দাবি গবেষকদের।

Updated By: Jun 9, 2020, 04:39 PM IST
ভাইরাস আরও আগে থেকে ছড়িয়েছিল, হার্ভার্ডের বিস্ফোরক দাবি হাস্যকর বলল বেজিং

নিজস্ব প্রতিবেদন: চিনে করোনাভাইরাস ছড়াতে শুরু করেছিল গত বছরের অগস্ট মাস থেকে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণা থেকে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও সার্চ ইঞ্জিনের তথ্য থেকে এমন দাবি গবেষকদের। হাসপাতালে অধিক ট্রাফিক ও করোনার উপসর্গ শব্দগুলির অধিক সার্চ থেকে এরকম তথ্যই পেয়েছেন হার্ভার্ডের গবেষকরা।

আরও পড়ুন: অত্যাচারের প্রতীক; সরাতে হবে রবার্ট ক্লাইভের মূর্তি, খোদ ব্রিটেনেই দাবি তুললেন শয়ে শয়ে ব্রিটিশ

যদিও তাঁদের বক্তব্য তাঁরা নিশ্চিত নন যে এই তথ্যগুলি করোনাভাইরাসের সঙ্গে যুক্ত কিনা, তবে তাঁরা এ-ও বলছেন তাঁদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ভাইরাস প্রাকৃতিক ভাবেই উহান প্রদেশে ছড়িয়ে পড়েছিল। আগস্ট মাসে হাসপাতালে অধিক গাড়ির পার্কিং ও সার্চে করোনার উপসর্গ উঠে আসার জন্যই তাঁদের এরূপ বক্তব্য।
তবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়িং "হাস্যকর" সম্বোধন করে ধোপে টিকতে দেননি এই গবেষণা। তিনি বলেছেন, "ট্রাফিক দেখে কোনও সিদ্ধান্তে আসা সত্যিই হাস্যকর। খুবই হাস্যকর।"

.