বিশ্বের উন্নত দেশগুলির উদাসীনতাই তুলে ধরল রিও-২০

পরিবেশ রক্ষায় উন্নয়নশীল দেশগুলির প্রতি উন্নত দেশগুলির ভূমিকা হতাশাজনক। শুক্রবার ব্রাজিলের রিও ডি জেইনিরোতে আয়োজিত রিও-২০ সম্মেলনে এই বার্তাই উঠে এসেছে ভারতের তরফে। পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ সম্পর্কে উন্নতদেশগুলির রাজনৈতিক সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছে ভারত।

Updated By: Jun 21, 2012, 10:57 PM IST

পরিবেশ রক্ষায় উন্নয়নশীল দেশগুলির প্রতি উন্নত দেশগুলির ভূমিকা হতাশাজনক। শুক্রবার ব্রাজিলের রিও ডি জেইনিরোতে আয়োজিত রিও-২০ সম্মেলনে এই বার্তাই উঠে এসেছে ভারতের তরফে। পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ সম্পর্কে উন্নতদেশগুলির রাজনৈতিক সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ তাবড় রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন এই সম্মেলনে। পরিবেশ রক্ষার এই সম্মেলন সদর্থকভাবে শেষ হোক এমনটাই ভারত চায় বলেও জানিয়েছেন পরিবেশ মন্ত্রী জয়ন্তী নটরাজন। এই সম্মেলনের ফাঁকেই চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দ্বিপাক্ষিক যাবতীয় নিয়ে আলোচনায় হয়েছে দুদেশের মধ্যে।

.