লন্ডনের হ্যাভলক এবার থেকে 'গুরু নানক রোড'!

আগামী বছরের শুরু থেকেই এটি কার্যকর হবে!

Updated By: Dec 2, 2020, 03:45 PM IST
লন্ডনের হ্যাভলক এবার থেকে 'গুরু নানক রোড'!

নিজস্ব প্রতিবেদন: লন্ডনের একটি রাস্তার নাম পরিচিত হতে চলেছে গুরু নানকের নামে! 

পশ্চিম লন্ডনের হ্যাভলক রোড এত দিন ধরে হেনরি হ্যাভলকের নামাঙ্কিত ছিল। ওই রাস্তাটিই 'গুরু নানক রোড' হিসেবেপরিচিত হতে চলেছে। 

কেন এমন ভাবনাচিন্তা করল লন্ডন? জানা গিয়েছে, এই হ্যাভলক রোড এলাকা শিখ জনবসতিপূর্ণ। এই রাস্তাতেই রয়েছে লন্ডনের সব চেয়ে বড় গুরুদ্বার। তাই এই রাস্তার নাম গুরু নানকের নামেই রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

গুরু নানকের ৫৫১ তম জন্মদিনে এই ঘোষণা করা হল। জানানো হয়েছে, ২০২১-এর শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জুন মাসেই হ্যাভলক রোডকে গুরু নানক রোডে পরিণত করার চিন্তা-ভাবনা করা হয়। বিষয়টি জানানো হয় স্ট্রিট নেমিং কাউন্সিলকে।
এ ক্ষেত্রে স্ট্রিট নেমিং কাউন্সিল সমস্ত প্রোটোকল মেনেই নাম বদল প্রক্রিয়া শুরু করে।

বিশ্ব জুড়ে শিখধর্মাবলম্বীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

 

 

.