'রিপোর্টার' যখন রোবট!

সাংবাদিকতা পেশা, না নেশা? এই বিতর্ক বহুদিনের। কিন্তু, বিতর্ক যাই থাকুক না কেনও, আর পাঁচটা কাজের থেকে এখনও সাংবাদিকতাকে অনেকটাই আকর্ষণীয় পেশার পর্যায়েই রাখে আম জনতা।

Updated By: Jan 20, 2017, 01:09 PM IST
'রিপোর্টার' যখন রোবট!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : সাংবাদিকতা পেশা, না নেশা? এই বিতর্ক বহুদিনের। কিন্তু, বিতর্ক যাই থাকুক না কেনও, আর পাঁচটা কাজের থেকে এখনও সাংবাদিকতাকে অনেকটাই আকর্ষণীয় পেশার পর্যায়েই রাখে আম জনতা।

যে কোনও পরিস্থিতিতে নেমে, সাংবাদিকতা করাটা যে অত্যন্ত চ্যালেঞ্জিং তা, ইতিমধ্যেই মেনে নিয়েছেন সকলেই। তবে, সেই চ্যালেজিং পেশাটাকেই এবার নতুন করে চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে। অন্তত, চিনে সম্প্রতি যা ঘটল তাতে তো এই কথা বলাটা অত্যন্ত প্রাসঙ্গিক।

সম্প্রতি, সেদেশের একটি পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ ওই সংবাদটি গুরুত্ব সহকারেই সেখানে প্রকাশ পেয়েছে। কিন্তু, আসল ঘটনা শুনে চমকে উঠবেন আপনিও! সংবাদটি কোনও 'মানুষ সাংবাদিকের' নয়। সাংবাদিক এক রোবট! কি চমকে উঠলেন তো?

আরও পড়়ুন- আমেরিকাকে হারিয়ে গুগল প্লে অ্যাপ ব্যবহারে ভারতই এখন বিশ্বের ১ নং

এটাই সত্যি। স্থানীয় একটি উত্‍সব নিয়ে লেখা ৩০০ শব্দের ওই খবরটি, চিনের গুয়াংঝাও পত্রিকাতে প্রকাশিত হয়েছে।

একটি সমীক্ষায় বলা হয়েছে, এভাবে রোবটের ব্যাবহার যেমন বিশ্বজুড়ে অগ্রগতি নিয়ে আসছে, তেমনই আগামী কয়েক বছরের মধ্যে বহু মানুষই তাদের চাকরি হারাতে চলেছে।

 

.