সেলফি দিয়েই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বাজিমাত রোনাল্ডোর

ক্রিস্টিয়ানো রোনাল্ডা ফের খবরের শিরোনামে। তবে, কোনও ম্যাচ গোল করে ক্লাব রিয়েল মাদ্রিদ অথবা দেশ পর্তুগালকে জিতেয়েছেন বলে নয়।

Updated By: Dec 9, 2015, 08:03 PM IST
সেলফি দিয়েই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বাজিমাত রোনাল্ডোর

 ওয়েব ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনাল্ডা ফের খবরের শিরোনামে। তবে, কোনও ম্যাচ গোল করে ক্লাব রিয়েল মাদ্রিদ অথবা দেশ পর্তুগালকে জিতেয়েছেন বলে নয়।
আবার কোনও গার্লফ্রেন্ডের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন বলেও নয়। বরং, এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোতে লোকে মজেছে, তাঁর নতুন সেলফির জন্য।


আর এই সেলফি দেখতে লোকে হু হু করে শেয়ার করছেন তাঁর এই ছবি। ছবিতে মানে এই বিশেষ সেলফিতে দেখা যাচ্ছে রোনাল্ডো একটা চেয়ারে বসে রয়েছেন। তাঁর মাথায় পিছনে রয়েছে একটি ছোট বালিশ। তাঁর সারা মুখে রয়েছে ক্রিম লাগানো। আর তাঁর অনাবৃত শরীরে রয়েছে ছাই রঙ ল্যাপা। সুদর্শন রোনাল্ডোর এমন ছবি খুব একটা দেখা যায় না। তাই রোনাল্ডোর মজাদার সেলফিতেই এখন মজেছেন মানুষ। কেউ কেউ তো বলছেন, রোনাল্ডোর এই সেলফি মানুষের মধ্যে রঙের ভেদাভেদ দূর করবে। সাদা-কালোর বিরুদ্ধে এটাই রোনাল্ডোর নয়া লড়াই।

.