Russia-Ukraine War: একযোগে ৫ ক্ষেপণাস্ত্রের হানা! ইউক্রেনে বাড়ছে রুশ আক্রমণের ঝাঁজ

যখন মনে করা হচ্ছে, রাশিয়া এবার হয়তো যুদ্ধ নিয়ে অন্যরকম কিছু ভাবনাচিন্তা করবে, তখনই আবার নতুন করে রাশিয়া আক্রমণ হানল ইউক্রেনের উপর।

Updated By: Apr 18, 2022, 05:10 PM IST
Russia-Ukraine War: একযোগে ৫ ক্ষেপণাস্ত্রের হানা! ইউক্রেনে বাড়ছে রুশ আক্রমণের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদন: সারা পৃথিবীতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে নানা সমালোচনা। যখন মনে করা হচ্ছে, রাশিয়া এবার হয়তো যুদ্ধ নিয়ে অন্যরকম কিছু ভাবনাচিন্তা করবে, তখনই আবার নতুন করে রাশিয়া আক্রমণ হানল ইউক্রেনের উপর।

লিভিভে নতুন করে আক্রমণ করল রাশিয়া। ইউক্রেনে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে আক্রমণ হানল রাশিয়া। যৌন নির্যাতনের যে অভিযোগ উঠেছিল, তা এখনও শোনা যাচ্ছে নতুন করে।  

যদিও ইউক্রেনীয় সেনারা প্রাণপণে তাদের জন্মভূমি রক্ষার কাজে যথারীতি নেমে পড়েছে। 

পুতিনকে আগেই 'যুদ্ধবাজ' হিসেবে দাগিয়ে দিয়েছিল বাকি বিশ্ব। এর মধ্যে এই অভিযোগ খণ্ডন করার জন্য নিজের সাফাইও গেয়েছেন পুতিন। কিন্তু নতুন করে আক্রমণ হানায় বোঝাই যাচ্ছে, রাশিয়া তার মনোভঙ্গি পরিবর্তন করেনি।    

আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে আবার তালিবানি ফতোয়া! এই ফতোয়া খুবই অদ্ভুত!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.