খবরের ফাস্টফুড: ১৯১৪ সালের লেখা বই প্রকাশ করা হল ২০১৬ তে
#নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তাই কিউবায় মার্কিন পর্যটকের সংখ্যা এবছর হু হু করে বেড়েছে। কিউবার পর্যটনের সব রেকর্ড ছাপিয়ে দিয়েছেন মার্কিনিরাই।
ওয়েব ডেস্ক: #নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তাই কিউবায় মার্কিন পর্যটকের সংখ্যা এবছর হু হু করে বেড়েছে। কিউবার পর্যটনের সব রেকর্ড ছাপিয়ে দিয়েছেন মার্কিনিরাই।
#ব্রাজিলের সাম্বা কার্নিভাল জগত বিখ্যাত। এবছরই আবার ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক। তাই অলিম্পিক জ্বরের সঙ্গে সঙ্গেই এখন ব্রাজিল জুড়ে সাম্বাজ্বর। সাম্বাড্রোমে মেতে উঠতে তৈরি সকলে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
#গল্পটা লেখা হয়েছিল একশো বছর আগে। ১৯১৪-এ। তবে ছাপা হয়নি। শিশু সাহিত্যিক বিট্রিক্স পটারের লেখা 'দ্য টেল অফ কিটি ইন বুটস' রাখা ছিল লন্ডনের দুটি সংগ্রহশালায়। সেই লেখা উদ্ধার করে এবার প্রকাশ করার উদ্যোগ নিল একটি ব্রিটিশ প্রকাশনা সংস্থা।
#প্রশান্ত মহাসাগর পার করে একেবার ক্যাঙ্গারুর দেশে চার ব্রিটিশ রোয়ার। দীর্ঘ এই পথে নৌবাইচ করে পৌঁছতে সময়টা কম নয়। সব মিলিয়ে দুশো সাঁইত্রিশ দিন। এ কীর্তিতে রীতিমতো উচ্ছ্বসিত তাঁদের বন্ধু-আত্মীয়রা। আর চার রোয়ার বলছেন, স্বপ্নপূরণ।