আজই মুক্তি পাচ্ছে স্যামসং গ্যালাক্সি এস ফোর
বৃহস্পতিবার বাজারে আসতে চলেছে বহু প্রতিক্ষীত স্যামসং গ্যালাক্সি এস ফোর। সংস্থার টুইটার অ্যাকাউন্টে এই নতুন মডেলের ছায়া-ছবি পোস্ট করে স্যামসং মোবাইল ইউএস টুইট করেছে, "পরবর্তী `বিগ থিং`-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মার্চ ১৬-এ `গ্লোবাল আনপ্যাক ইভেন্ট`এর জন্য কে কে প্রস্তুত?" সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে ছবি পোস্ট করা হয়েছে তার থেকে আন্দাজ করা যায় আকারে একটু বড় হলেও স্যামসং গ্যালাক্সি থ্রি মডেলের সঙ্গে সাদৃশ প্রচুর।
বৃহস্পতিবার বাজারে আসতে চলেছে বহু প্রতিক্ষীত স্যামসং গ্যালাক্সি এস ফোর। সংস্থার টুইটার অ্যাকাউন্টে এই নতুন মডেলের ছায়া-ছবি পোস্ট করে স্যামসং মোবাইল ইউএস টুইট করেছে, "পরবর্তী `বিগ থিং`-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মার্চ ১৬-এ `গ্লোবাল আনপ্যাক ইভেন্ট`এর জন্য কে কে প্রস্তুত?" সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে ছবি পোস্ট করা হয়েছে তার থেকে আন্দাজ করা যায় আকারে একটু বড় হলেও স্যামসং গ্যালাক্সি থ্রি মডেলের সঙ্গে সাদৃশ প্রচুর।
আইফোন পাঁচের প্রতিযোগী এই নতুন মডেল নিয়ে ইতিমধ্যেই টেক-মহলে সাড়া জাগিয়েছে স্যামসংয়ের এই নতুন মডেল। এর মধ্যেই বাজারে গুঞ্জন বিশ্বের সব থেকে হাই ডেফিনিশন ডিসপ্লে আনছে এই মডেলটি।
এক নজরে স্যামসং গ্যালাক্সি এস ফোর
ডিসপ্লে: ৪.৯৯ ইঞ্চির সুপার অ্যামোলেড, এইচডি রেসিলিউশন। (১০৮০X১৯২০ ডিসপ্লে, ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি)
স্ক্রিন: কর্নিং গরিলা গ্লাস টু প্রোটেকশন এবং টাচউইজ ইউএল সহ মাল্টিটাচ স্ক্রিন।
অপারেটিং সিস্টেম: অ্যানড্রয়েড ৪.২.১ (জেলি বিনস)
প্রসেসর: কোয়াড কোর ১.৮ গিগস কোর্টেক্স-এ১৫ এবং ১.২ গিগস কোর্টেক্স-এসেভেন
র্যাম: ২জিবি
মেমরি: ইন্টারনাল মেমরি ১৬ জিবি, ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল
ক্যামেরা: এলইডি ফ্ল্যাস সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
ভিডিও: ১০৮০পি ভিডিও রেকর্ডিং
সাপোর্ট: ৮৫০/৯০০/১৮০০/১৯০০ জিএসএমের টুজি নেটওয়ার্ক
৮৫০/৯০০/১৯০০/২১০০ এইচএসডিপিএর থ্রিজি নেটওয়ার্ক
এলটিই নেটওয়ার্কের ফোরজি