বিশ্বজুড়ে আক্রান্ত শৈশব, মন ভাল নেই স্যান্টার

লাখ লাখ চিঠি এসেছে।  প্রতিদিনই তাঁর কাছে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। ফিনল্যান্ডের ছোট্ট গ্রামটিতে এখন উত্সবের মেজাজ। কিন্তু যাঁকে ঘিরে উত্সব, সেই স্যান্টা ক্লজ কিন্তু ভীষণ চিন্তায়। গোটা বিশ্বে যা ঘটছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন স্যান্টা।  ফিনল্যান্ডের রোভানিয়েমি। এটাই স্যান্টার গ্রাম। ক্রিসমাসের আগে সেজে উঠেছে গোটা গ্রাম।

Updated By: Dec 18, 2014, 09:01 AM IST
বিশ্বজুড়ে আক্রান্ত শৈশব, মন ভাল নেই স্যান্টার

ব্যুরো: লাখ লাখ চিঠি এসেছে।  প্রতিদিনই তাঁর কাছে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। ফিনল্যান্ডের ছোট্ট গ্রামটিতে এখন উত্সবের মেজাজ। কিন্তু যাঁকে ঘিরে উত্সব, সেই স্যান্টা ক্লজ কিন্তু ভীষণ চিন্তায়। গোটা বিশ্বে যা ঘটছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন স্যান্টা।  ফিনল্যান্ডের রোভানিয়েমি। এটাই স্যান্টার গ্রাম। ক্রিসমাসের আগে সেজে উঠেছে গোটা গ্রাম।

রোভানিয়েমির পোস্ট অফিসে এখন চিঠির স্তুপ। প্রতিবছরই আসে। এবছরও এসেছে স্যান্টাকে লেখা খুদেদের চিঠি।

তবে এবার স্যান্টা কিছুটা উদ্বেগে। গোটা বিশ্বের পরিস্থিতির জন্য। দুহাজার চোদ্দটা খুব একটা ভাল হল না। বলছেন স্যান্টা।   

এ বছর শিশুদের অধিকার নিয়ে কাজ করে নোবেল পেয়েছেন সত্যার্থী আর মালাল। তাতে খুশি সান্টা ক্লজ। উত্সবের আগে তিনিও সওয়াল করলেন শিশু শিক্ষার পক্ষে।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরপরই স্যান্টা রওনা হবেন বিশ্ব ভ্রমণে। ক্রিসমাস ইভে ছোটদের জন্য  উপহার তুলে দিতে।       

 

.