আরে, সর্দারজিকে নিয়ে সুন্দরীরা এটা কী করছেন! (ভাইরাল ভিডিও)

চারদিকে তখন শুধুই হাততালির ঝড়... আর তারিফের বন্যা। কিন্তু সর্দারজির ওদিকে মন নেই। সর্দারজি তখন ব্যস্ত সুন্দরী বিদেশিনীদের সঙ্গে একের পর এক স্টেপিংসে, মুভসে। এই বয়সেও সর্দারজির ফিটনেস দেখলে, সত্যিই বাহবা দিতে হয়!

Updated By: Jul 16, 2016, 03:30 PM IST
আরে, সর্দারজিকে নিয়ে সুন্দরীরা এটা কী করছেন! (ভাইরাল ভিডিও)

ওয়েব ডেস্ক : চারদিকে তখন শুধুই হাততালির ঝড়... আর তারিফের বন্যা। কিন্তু সর্দারজির ওদিকে মন নেই। সর্দারজি তখন ব্যস্ত সুন্দরী বিদেশিনীদের সঙ্গে একের পর এক স্টেপিংসে, মুভসে। এই বয়সেও সর্দারজির ফিটনেস দেখলে, সত্যিই বাহবা দিতে হয়!

আরও পড়ুন, আজব তরুণীর অদ্ভুত কীর্তি!

ভিডিওটি ইন্টারেনটে শেয়ার হতেই ভাইরাল। ইতিমধ্যেই টুইটারে ভিডিওটি ৬০০০-এর বেশিবার শেয়ার হয়েছে। বলা হয়, পাঞ্জাবিদের ড্যান্সিং স্কিল অসাধারণ। তা সে নাইটক্লাবেই হোক আর উত্সবে-অনুষ্ঠান বাড়িতে ভাঙড়াই হোক! সত্যিই এই সর্দারজিকে দেখার পর স্যালুট না করে উপায় নেই। আর ওদিকে আশপাশের যুবকদের চোখে তখন রীতিমত 'হিংসা'...দেখুন সুন্দরীদের সঙ্গে সর্দারজির মুভস,

.