আটকে গেল সোনার চলমান সিঁড়ি, সৌদির রাজা কী করলেন এরপর?

Updated By: Oct 6, 2017, 03:05 PM IST
আটকে গেল সোনার চলমান সিঁড়ি, সৌদির রাজা কী করলেন এরপর?

ওয়েব ডেস্ক : বিমান থেকে নামতে গিয়ে হঠাত আটকে গেল চলমান সিঁড়ি। তাও আবার সোনার সিঁড়ি। অবাক হচ্ছেন শুনে? তাহলে দেখুন এই ভিডিও..

 

রিপোর্টে প্রকাশ, সম্প্রতি রাশিয়া সফরে বেরিয়েছিলেন সৌদি আরবের রাজা সলমন। কিন্তু, মস্কোয় নামার পরই ঘটে বিপত্তি। বিমান থেকে নামতে গিয়ে হঠাত আটকে যায় সৌদি আরবের রাজা সলমনের সোনার চলমান সিঁড়ি। বিমান থেকে নামার সময় আচমকা চলমান সিঁড়ি আটকে যাওয়ায় বিপাকে পড়েন সলমন। কী করবেন বুঝে উঠতে না পেরে বেশ কিছুক্ষণ সিঁড়ির উপরেই দাঁড়িয়ে থাকেন সলমন। এরপর কোনওক্রমে সিঁড়ি থেকে হেঁটে হেঁটেই নামতে হয় সৌদি আরবের রাজাকে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্যই সেখানে হাজির হয়েছিলেন সৌদি আরবের রাজা।

.