স্ত্রীকে চড় মেরে ৭দিন জেলে স্বামী

Updated By: May 6, 2016, 09:55 AM IST
স্ত্রীকে চড় মেরে ৭দিন জেলে স্বামী

ওয়েব ডেস্ক: স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতি। রেগে গিয়ে সপাটে স্ত্রীর গালে চড় স্বামীর। আর এই অপরাধেই ৭দিনের জেল হল অভিযুক্ত স্বামীর।

সৌদির ঘটনা। সৌদি কোর্টের মত, চড়ের আঘাতে কানের পর্দা ফেটেছে স্ত্রীর, এটা নারী নির্যাতন আইনে একটি গুরুতর অপরাধ। এই অপরাধে কঠোর শাস্তি হওয়াই উচিত। 

ওই মহিলা এখন হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন ওই মহিলার পুরোপুরি সুস্থ হতে ২১ দিন সময় লাগবে। এই কদিন বেড রেস্টেই রাখা হবে তাঁকে, জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। 

তথ্যসূত্র: Aljazirah 

.