চিনে পরীক্ষায় টুকলি করলে এবার জেল যেতে হবে

পরীক্ষায় টুকলি করতে গিয়ে হঠাত্‍ই ধরা পড়ে গেল লি আং। পরীক্ষক সটান টুকলির ছোট ছোট নোটগুলি নিয়ে হাজির হলেন প্রধান শিক্ষকের কাছে। দেখা গেল লিয়ের উত্তরপত্রের প্রায় সবটাই টুকলিপত্র থেকে চুকে লেখা। লি অবশ্য প্রথম নয়, এর আগেও চিনের এই বিশ্ববিদ্যালয়ে ধরা পড়েছে অনেকে। কিন্তু শাস্ত বলতে বড়জোর বাতিল হয়েছে সেই পরীক্ষার উত্তরপত্র।

Updated By: Jun 28, 2015, 03:10 PM IST
চিনে পরীক্ষায় টুকলি করলে এবার জেল যেতে হবে
ভারতে টুকলির ছবি।

ওয়েব ডেস্ক: পরীক্ষায় টুকলি করতে গিয়ে হঠাত্‍ই ধরা পড়ে গেল লি আং। পরীক্ষক সটান টুকলির ছোট ছোট নোটগুলি নিয়ে হাজির হলেন প্রধান শিক্ষকের কাছে। দেখা গেল লিয়ের উত্তরপত্রের প্রায় সবটাই টুকলিপত্র থেকে চুকে লেখা। লি অবশ্য প্রথম নয়, এর আগেও চিনের এই বিশ্ববিদ্যালয়ে ধরা পড়েছে অনেকে। কিন্তু শাস্ত বলতে বড়জোর বাতিল হয়েছে সেই পরীক্ষার উত্তরপত্র।

সেই নিয়মে এবার বদল আসছে। চিনে এবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় টুকলি করলে সোজা কারাগারে বন্দি করার নিয়ম চালু হয়ে গেল। এরপর আস্তে আস্তে সব পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম চালু হবে।

Tags:
.