ফের বন্দুকবাজের হামলা, নেদারল্যান্ডসে ট্রামে আততায়ীদের গুলি, হত ১

গত শুক্রবার, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন ট্যারেন্ট নামে অস্ট্রেলীয় এক বন্দুকবাজ।  

Updated By: Mar 18, 2019, 06:26 PM IST
ফের বন্দুকবাজের হামলা, নেদারল্যান্ডসে ট্রামে আততায়ীদের গুলি, হত ১
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নিউ জ়িল্যান্ডের ক্রিইস্টচার্চের ছায়া নেদারল্যান্ডসে। সোমবার উট্রেচট শহরে একটি ট্রামে হামলা চালায় এক আততায়ী। হামলায় নিহত হয়েছেন এক জন। গুরুতর জখম ৭। তবে, হতাহতের খবর নেই। ঘটনাস্থল কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উট্রেচট পুলিস।

গত শুক্রবার, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন ট্যারেন্ট নামে অস্ট্রেলীয় এক বন্দুকবাজ।  এতে মৃত্যু হয় ৫০ জনের। গুরুতর আহত হন একাধিক মানুষ। লিনউড মসজিদে গুলি চালনার সময়ে গ্রেফতার করা হয় ব্রেন্টনকে। মনে করা হচ্ছে, শরণার্থী মুসলিমদের হত্যা করাই ছিল ব্রেন্টনের মূল লক্ষ্য। আদলতে সে নিজেই বর্ণবিদ্বেষ থেকে হামলা চালিয়েছে বলে স্বীকার করে নেয়।

আরও পড়ুন- বিরল রোগে আক্রান্ত পারেভজ মুশারফ, ভর্তি দুবাইয়ের হাসপাতালে

শুক্রবার ওই দুটি মসজিদে বন্দুকবাজের হামলার পরই ৭ ভারতীয় খোঁজ মিলছিল না। শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নিহতদের মধ্যে রয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি ও আহমেদাবাদের একজন। তবে রবিবার নিউ জিল্যান্ড পুলিসে জানিয়েছে নিহতরা হলেন মেহবুব খোকার, রামজি ভোরা, অ্যানসি আলিবাবা ও ওজির কাদির। তবে এখনও নিখোঁজ ২ ভারতীয়র কোনও খবর নেই।

.