যে কারণে ক্যামেরুনে এত বড় রেল দুর্ঘটনা হল
ক্যামেরুনে ভয়াবহ রেল দুর্ঘটনা। কারণটা শুনলে চমকে যাবেন। ন'বগির ট্রেনে অতিরিক্ত আরও আটটি বগি জুড়ে দেওয়া হয়। আর তাতেই ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা।
ওয়েব ডেস্ক: ক্যামেরুনে ভয়াবহ রেল দুর্ঘটনা। কারণটা শুনলে চমকে যাবেন। ন'বগির ট্রেনে অতিরিক্ত আরও আটটি বগি জুড়ে দেওয়া হয়। আর তাতেই ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা।
ক্যামেরুনে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৬৩ জনের। আহত কমপক্ষে ৩০০। অনেকেরই চোট গুরুতর। লাইনচ্যুত হয়ে পাশে উল্টে যায় ট্রেনের একাধিক বগি। রেল সূত্রে খবর, অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রেনটি। ৬০০ জনের জায়গায় নেওয়া হয়েছিল ১৩০০ জনকে।
আরও পড়ুন- দুনিয়ার সব খবর
এজন্য ন'বগির ট্রেনে অতিরিক্ত আরও আটটি বগি জুড়ে দেওয়া হয়। এই কারণেই দুর্ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরুনের পরিবহণমন্ত্রী এডগার অ্যালেইন মেবে'গো জানিয়েছেন, রাজধানী ইয়ান্ডো থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে এসেকা শহরে দুর্ঘটনাটি ঘটেছে। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। দেশুজুড়ে শোকের পরিবেশ।