শিক্ষককে সাংসদের চড়, বাংলাদেশ উত্তাল 'সরি স্যার' আন্দোলনে

ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক নিগ্রহের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা। প্রতিবাদে পথে নেমেছেন বুদ্ধিজীবী, শিক্ষকমহল। সরি স্যার আন্দোলনে মুখর বাংলাদেশের রাজপথ। 

Updated By: May 20, 2016, 09:36 AM IST
শিক্ষককে সাংসদের চড়, বাংলাদেশ উত্তাল 'সরি স্যার' আন্দোলনে

ব্যুরো: ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক নিগ্রহের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা। প্রতিবাদে পথে নেমেছেন বুদ্ধিজীবী, শিক্ষকমহল। সরি স্যার আন্দোলনে মুখর বাংলাদেশের রাজপথ। 

আবারও নয়া আন্দোলনে উত্তাল বাংলাদেশ।ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে কান ধরে ওঠবোস করাচ্ছেন সাংসদ। তারপর গালে চড়। শিক্ষক নিগ্রহের এই ফুটেজকে ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ।  নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চড়া মারার অভিযোগ উঠেছে সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক ও বুদ্ধিজীবীমহলের একাংশ। সাংসদের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছেন শিক্ষক ও আইনজীবীরা। ঘটনার কড়া নিন্দা করেছে আওয়ামি লিগ। প্রতিবাদে 'সরি স্যার'' আন্দোলনে মুখর বাংলাদেশ। ঘটনার পরেই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। পরে চাপে পড়ে ফের শিক্ষককে পূর্নবহালের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের  জানিয়েছেন,তিনি ধর্মীয় অবমাননার কোনও কাজ করেন নি।

সাংসদ সেলিম ওসমানের প্রতিক্রিয়া,ঘটনায় ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন নেই। 

গোটা ঘটনায় অভিযুক্ত সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে কী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী দু সপ্তাহের মধ্যে প্রশাসনকে এর জবাব দিতে নির্দেশ  দিয়েছে আদালত।

.