খবরের ফাস্টফুড:২০০ মিলিয়ন ডলারেরে বাড়ি, সাপ চুরির অদ্ভুৎ গল্প
ভাইয়ে ভাইয়ে ঝগড়া!
এক ভাই গাড়ি চালাচ্ছেন। রেগে মেগে আরেক ভাই উঠে বসলেন গাড়ির বনেটে। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে কুরুক্ষেত্র বাধিয়ে বসেছিলেন আমেররিকার মিশিগানের দুই তরুণ। শেষে গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারল পুলিসের গাড়িতে। দুই ভাইকেই গ্রেফতার করেছে পুলিস।
বিক্রি হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের প্লে বয় ম্যানসন
দাম উঠেছে দুশো মিলিয়ন ডলার! যা কি না রেকর্ড! কুড়ি হাজার স্কোয়ার ফিটের এই ম্যানসনে আছে উনত্রিশটা ঘর। এই প্রাসাদে রয়েছে নিজস্ব চিড়িয়াখানার রাখার অনুমতিও। তবে খবরে আছে অন্য চমক। প্রাসাদ বিক্রি হলেও মালিক ভিটে ছাড়া হচ্ছেন না। সারাজীবন এই ম্যানসনেই থাকবেন প্লেবয় প্রকাশক হিউ হেফনার।
সাপ চুরি !
দোকানে গিয়ে জামা-জুতো বা বই চুরির কথা তো সবার জানা। তাই বলে সাপ চুরি ! তাও আবার পাইথন। ওরিগনের পোর্টল্যান্ডের এক পশুপাখি বিপণিতে ঘটেছে এমন কাণ্ড। সাপের খাঁচা থেকে পাইথনটি তুলে সোজা প্যান্টের ভিতর লুকিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি। ধরা পড়ে যান সিসি টিভি ক্যামেরায়।